জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সব দলের সঙ্গেই সংলাপে বসতে চান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেসব দল প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই সংলাপে বসতে আগ্রহী।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ ও ফ্রান্সের রাষ্ট্রদূত মারি আন বোখতা।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের বিষয়ে আন্তরিক এবং সব দলের সঙ্গে সংলাপ করতে চান। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার প্রধানমন্ত্রী সবটাই করবেন। আমরাও চাচ্ছি যেন একটি অংশগ্রণমূলক নির্বাচন হয়।
বিএনপির সাথে সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, ঐক্যফ্রন্টে যেহেতু বিএনপি আছে— তাই বিএনপির সাথে আলাদা সংলাপের প্রয়োজন পড়বে না। তাছাড়া সময় স্বল্পতার কারণে তাদের সঙ্গে আলাদা করে সংলাপ করার সময় পাওয়া যাবে না।
নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, সরকার আছে থাকবে। শুধু সরকারের কাজ সংকুচিত হয়ে যাবে।