বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বোরকা ও হিজাবসহ যে কোনো ধর্মের ধর্মীয় পোশাক পরার কারণে কাউকে হয়রানি করা হলে তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবেনা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে বোরকা বা হিজাব পরা শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় জড়িত স্কুল বা কলেজের কর্তৃপক্ষ/প্রধান শিক্ষক বা অধ্যক্ষের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা-ও জানতে চাওয়া হয়েছে।
আইনজীবি কী বললেন ভিডিওটি দেখুন
২১ এনেক্স কোর্ট-এ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মোঃ আশরাফুল কামাল-এর গঠিত বেঞ্চে শুনানি শেষে হাইকোর্ট থেকে এ রুল প্রদান করা হয়।