ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের দাম ২ কোটি ৩২ লাখ টাকা বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার বিকেলে বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল পৌনে ৬টার দিকে মালয়েশিয়া থেকে ইউ এস বাংলার একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। আউট বে ২৫ নম্বরে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। এতে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এর মালিককে পাওয়া যায়নি। ওই ফ্লাইটে করেই চালানটি এসেছে।