আল-মামুন,খাগড়াছড়ি।। শান্তিচুক্তির সুফল: পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করেছে রাঙ্গামাটির জনপ্রিয় পত্রিকা দৈনিক রাঙ্গামাটি। ১৪ জানুয়ারি রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক রাঙ্গামাটির প্রকাশক মো: জাহাঙ্গীর কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এম.পি.। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচলনা পর্ষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল, পেটেলকো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ খান প্রমূখ।
অন্যান্যদের মধ্যে দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক, ঢাকা ব্যুরো প্রধান শামীমুল আহসানসহ সিনিয়র সাংবাদিক, শিল্পী, রাজনীতিবি ও বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ এতে অংশ নেন।
দেশের বিশিষ্ট পর্যটন পেশাজীবি, লেখক ও শিক্ষক প্রফেসার মোহাম্মদ আহ্সান উল্লাহকে আজীবন সম্মাননা, এম.পি. ফিরোজ আলম ও মোহাম্মদ ইসমাইলকে অতিথি সম্মাননা, ব্যবসায়িক ক্ষেত্রে পর্যটন শিল্পে বিশেষ অবদানের জন্য সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম মুন্না, ইমতিয়াজ সিদ্দিক আসাদ, নাঈমুল হক ও পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্পে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা পেলেন খাগড়াছড়ির জেষ্ঠ সাংবাদিক দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ও দৈনিক রাঙ্গামাটির প্রতিনিধি নুরুল আলম। এছাড়াও লেখক সাংবাদিক, শিল্পীসহ ১৪ বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।