পার্বত্য চুক্তিতে ‘সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক’ ধারাগুলো সংশোধন করে চুক্তির পূণঃমূল্যায়ন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
১ ডিসেম্বর মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের রাঙামাটি জেলা সভাপতি মোঃ সাব্বির আহমেদ। এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ- সভাপতি মোঃ নাদিরুজ্জামান, সহ- সভাপতি কাজী মোঃ জালোয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নজরুল, মহিলা বিষয়ক সম্পাদক মোরশেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি মোঃ হাবিব আজম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম আল হাসান, প্রচার সম্পাদক তাজুল ইসলাম তাজ, ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন প্রমুখ।