Deprecated: Hook authorship/author/guest/before_get_data is deprecated since version 5.0.0 with no alternative available. in /home/kholqhnk/public_html/wp-includes/functions.php on line 6114
Deprecated: Hook authorship/author/guest/after_get_data is deprecated since version 5.0.0 with no alternative available. in /home/kholqhnk/public_html/wp-includes/functions.php on line 6114
ডেস্ক রিপোর্ট
বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগ এর আওতাধীন ৩৩ কেভি লাইনের জরুরী মেরামত ও সড়কের আশ-পাশের গাছ-পালার ঢাল কাটার কারণে আগামি (৬ জুন) শনিবার সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিংহ্লা মং জানান, র্বষায় গাছের ঢাল- পালা বিদ্যুত লাইনের ওপর পড়ে সংযোগে বিঘ্ন ঘটায়। তাই নিয়মিত কাজের অংশ হিসেবে ওইদিন বান্দরবান সদর এর পৌর এলাকা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।