সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে ‘ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশন’ নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটির “লিখবে সবাই” প্রজেক্টের অংশ হিসেবে ২৬ জানুয়ারি বান্দরবানের প্রত্যন্ত এক প্রাথমিক বিদ্যালয়ে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবানের লাংগী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। যেখানে অংশ নেয় প্রায় দুইশত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও বিশেষ অতিথি ছিলেন বান্দরবান লাংগী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কান্তি ধর, স্কুল কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা, গ্রীন সোসাইটির সভাপতি ও ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন, বান্দরবান লাংগী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জনসহ বিদ্যালয় এলাকার আরো কিছু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য যে, ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশন একটি আর্থ-সামাজিক সংগঠন। যা তার সৃষ্টিলগ্ন থেকেই অর্জিত মূলধন সুদমুক্ত ও পরামর্শভিত্তিক বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা অন্তরে লালন করে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রমের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান ও সমাজ সংস্কার এবং বান্দরবান পার্বত্য জেলায় সুবিধাবঞ্চিত, অনুন্নত, গরীব-দুঃখী মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বহুদূরের যাত্রাপথে দেশ ও সমাজ উন্নয়নে ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশন সবসময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ একটি সংগঠন। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি