বান্দরবানের লামায় পুলিশ অভিযান চালিয়ে ২০ শতক জমির গাঁজা ক্ষেত ধ্বংস করেছে। ২০ এপ্রিল শনিবার সকাল ১১টার দিকে লামা পৌর শহরের সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে রোয়াজা ঝিরি নামক এলাকায় এই অভিযান চালানো হয়। একটি গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন লামা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল হক।
ওসি (তদন্ত) আমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পৌর শহরের এলাকায় গাঁজা চাষ করা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। এ সময় ২০ শতক জমিতে করা ৫৫৩টি গাঁজা গাছের চারা উপড়ে ফেলা হয়েছে এবং যা ওজনে ৮৫ কেজির মত হবে। এছাড়া চাষ করার জন্য রেখে দেওয়া কিছু গাঁজার বীজও জব্দ করা হয়।
এই গাঁজা ক্ষেতের মালিক মো. ইয়াহিয়া মিন্টু। অভিযানের সময় গাঁজার গাছ পরিচর্যা করা অবস্থায় তাঁর স্ত্রী খুরশিদা বেগমকে হাতেনাতে আটক করা হয়েছে। তবে মিন্টুকে আটক করা যায়নি বলে জানালেন ওসি(তদন্ত) আমিনুল হক।
পৌরসভার হরিণঝিরি এলাকার কয়েকজন বলেন, মিন্টু দীর্ঘদিন ধরে কিছু অপরিচিত চারা নিয়ে এসে চাষ করত। এই কাজে তার স্ত্রী খুরশিদা বেগম ও তার বোন জামাই পার্শ্ববর্তী রুপসীপাড়া ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার মো. ইকবাল ও তাঁর স্ত্রী জামিলা আক্তার সহযোগিতা করত। তবে স্থানীয়রা কেউ এটাকে গাঁজার গাছ মনে করেননি। আজ পুলিশের অভিযানে জানা গেল এগুলো চাষ করা গাঁজার গাছ।
লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসন ও পুলিশকে অনুরোধ করা হয়েছে।