লামা প্রতিনিধি ।। লামায় এক নারীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় ২ আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত। আদালতের দেয়া সমনের প্রেক্ষিতে সোমবার (২৩ জুলাই) আসামীরা হাজিরা দিতে আসলে উভয় পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক শুনে তাদের জেলে পাঠানো হয়। তারা হলেন- ছাবের আহমদ, রেজাউল করিম।
মামলা সূত্রে জানা যায়, গাছ কাটাকে কেন্দ্র করে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাঁঠালছড়া এলাকার নুর মোহাম্মদের স্ত্রী মোতাহারা বেগম (২৫) কে গত ২১ জুন ঘরে প্রবেশ করে মারধর ও শ্লীলতাহানি করে পার্শ্ববর্তী ছাবের আহমদ (৪০), রেজাউল করিম (২৩), জিয়াবুল করিম (২০), জিন্নত আলী (৪০) ও মোস্তাফিজ (২৪)। এসময় আসামীরা বাদীর ঘর থেকে বেশ কিছু র্স্বণালংকারসহ নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ওই নারী মোতাহারা বেগম লামা হাসপাতালে চিকিৎসা শেষে পাঁচ জনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মামলা দায়ের করে।
এদিকে মোতাহারা বেগম বলেন, আসামীদের দলবল ভারী। আমার স্বামী নেই। আমি নিরীহ মহিলা। মামলা করে আমি এখন নিরাপত্তাহীনতায় আছি।