বান্দরবানের লামা উপজেলায় ভূমি রেজিষ্ট্রি অফিসের ‘জনভোগান্তি’ কমাতে প্রদানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে স্থানীয় জনতা। উপজেলায় স্থায়ী রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ, রেজিস্ট্রেশন কার্যক্রমে এল.আর ফান্ডের নামে ৩% টাকা আদায় বন্ধ এবং ভূমি হস্তান্তর রেজিস্ট্রেশন কার্যক্রমে জটিলতা নিরসনের দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।
১৮ নভেম্বর বুধবার লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদের কাছে এলাকার শতাধিক বাসিন্দা এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপি থেকে জানা যায়, জেলা প্রশাসক পুরো জেলায় ভূমি হস্তান্তর ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি উপজেলায় রেজিস্ট্রেশন কর্মকর্তা নিয়োগ দেন। লামা উপজেলায় জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেজিস্ট্রেশন কর্মকর্তার দায়িত্ব পালন করতেন। পরে একজন সহকারি কমিশনারকে সপ্তাহে ২ দিন উপজেলায় অবস্থান করে রেজিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়। এতে এলাকার মানুষ রেজিষ্ট্রেশনের মামলাজটে পড়ছে।
এছাড়া এল.আর. ফান্ডের নামে আদায়কৃত টাকা সরকারি কোন হিসাবে বা তহবিলে জমা হয় না। এই টাকা আদায়ে ভূমি মন্ত্রণালয়সহ সরকারের অন্য কোন মন্ত্রণালয়ের অনুমোদন নাই। ৩% টাকার মধ্যে বায়নানামা সম্পাদনের সময় ১.৫% এবং সাফ কবলা দলিল সম্পাদনের সময় ১.৫% জমা করতে হয়। সরকারি বিধি-বিধানের বাইরে এই টাকা আদায়ের কারণে স্থাবর সম্পত্তি ক্রেতা-বিক্রেতারা আর্থিক ক্ষতিসহ চরম হয়রানির সম্মুখীন হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, এস.কে খগেশ প্রতিচন্দ্র খোকন, বেলাল আহমদ, মোঃ ইলিয়াছ আরমান, কামরুল ইসলাম মহসিন, মোরশেদুল আলম ও মোঃ চান মিয়া প্রমুখ।