বান্দরবান (লামা) প্রতিনিধি।। বান্দরবানের লামায় নব-নির্মিত ৩৩/১১ কে.ভি বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। শুক্রবার দুপুরে লামা পৌরসভার মধুঝিরির বিদ্যুৎ সরবরাহ উপ-কেন্দ্রটির উদ্বোধন শেষে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
লামা পৌর মেয়র জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মাসরুফ, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের উপজাতি ও বাঙ্গালী জনসাধারণ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেয়।
প্রধার অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোন জনপদের উন্নয়ন সম্ভব নয়। আলোকিত সমাজ গড়তে আগে সব ঘরে ঘরে আলোকিত মানুষ গড়তে হবে। আলোকিত মানুষ হয়ে নিজের পাশাপাশি এলাকার উন্নয়ন করলে এবং স্ব-স্ব এলাকায় সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।
এছাড়াও আওয়ামীলীগ সরকারের সামগ্রীক নানা উন্নয়ন তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় তথা আওয়ামীলীগকে ভোট দিতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি।
৩৩/১১ কে.ভি বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী উপজেলা একটি বাড়ি একটি খামার বিভাগের নব-নির্মিত অফিসের উদ্বোধন, লামামুখ মসজিদের উদ্বোধন, লামামুখ তপোবন বিদর্শন ভাবনা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর, দেবমানব ড. এফ দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তের) এর একক সদ্ধর্মদেশনা সভায় যোগ দেন।