লামায় পাচারের সময় মূল্যবান কাঠ জব্দ করেছে বন বিভাগ

তৈন রেঞ্জ থেকে অবৈধভাবে পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে ১৯৭ ঘনফুট মূল্যবান চাম্পাফুল ও সেগুন গাছ জব্দ করা হয়। ছবি- খোলাচোখ ডট কম।

লামা প্রতিনিধি।। লামা বন বিভাগের তৈন রেঞ্জ থেকে অবৈধভাবে পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে ১৯৭ ঘনফুট মূল্যবান চাম্পাফুল ও সেগুন গাছ জব্দ করা হয়েছে। মংগলবার ভোর রাতে বন কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সকল কাঠ জব্দ করেছে।

এসময় তৈন রেঞ্জের অফিসার ঘোনার সংরক্ষিত বনাঞ্চল সীমানায অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নূর খাঁন নামে একজনকে আটক করা হয়। নূর খান আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাগান পাড়ার লাল মিয়ার ছেলে।

তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা জানান, সোমবার দিবাগত রাত ২টায় একটি কাঠচোর সিন্ডিকেট মাতামুহুরী নদীপথে ৩টি ইঞ্জিল চালিত নৌকায় দূর্লভ চাম্পাফুল কাঠ পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় লামা বন বিভাগের তৈন রেঞ্জের বন কর্মীগণ।

এসময় সিবাতলীস্থ মাতামুহুরী নদী থেকে ৫৭ টুকরা (৮২.৬৫ ঘনফুট) চাম্পাফুল কাঠ জব্দ করা হয়।

অপর অভিযানে আলীকদমের সোনাইছড়ি এলাকা থেকে বিজিবির সহায়তায় ৮৭ টুকরা (১১৫ ঘনফুট) মূল্যবান সেগুন কাঠ  জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা জানায় বন বিভাগ।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহম্মেদ বলেন, বন বিভাগ সরকারী বনজ সম্পদ রক্ষায় ও অবৈধভাবে কাঠ পাচার বন্ধে সতর্ক রয়েছে।

 

শেয়ার করুন