লামায় ত্রিপুরা কিশোরী ধর্ষনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন

বান্দরবানের লামায় দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ত্রিপুরা ষ্টুডেন্টস্ কাউন্সিলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরাও মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মারমা ষ্টুডেন্টস্ কাউন্সিলের কেন্দ্রীয় নেতা অংথুইখ্যয় মারমা, ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরামের নেতা প্রশান্ত ত্রিপুরা, চাকমা ষ্টুডেন্টস ফোরামের নেতা থোয়াইক্য জাই চাক, ম্রো সম্প্রদায়ের প্রতিনিধি রিংগোই ম্রো প্রমুখ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অবিলম্বে লামার বনফুরে ধর্ষনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

প্রসংগত, গত ২২ আগষ্ট লামা উপজেলার বনফুর এলাকার রামগুতি ত্রিপুরা পাড়ার দুই ত্রিপুরা কিশোরী ধর্ষনের শিকার হয় বলে অভিযোগ করে তিন বিজিবি সদস্যেও বিরুদ্ধে লামা থানায় মামলা করেন কিশোরীদের অভিবাবকরা।

 

শেয়ার করুন