লামায় জনস্বাস্থ্য প্রকৌশলের পানি শোধনাগার প্রকল্প র্নিমাণে ধীরগতি

বরাদ্দের অভাবে পৌর পানি শোধনাগার প্রকল্প র্নিমাণে ধীরগতির ফলে পৌর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা চালু করা যাচ্ছে না। ছবি-মো. রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম, লামা, বান্দরবান।। জনস্বাস্থ্য প্রকেৌশল অধিদপ্তরের অধীনে  লামা পৌর পানি শোধনাগার কেন্দ্র নির্মাণ ও পাইপ লাইন স্থাপনের কাজ গত চার বছরেও শেষ হয়নি। উপজেলার মাতামুহুরী নদীর পানি শোধন করে করে পৌর এলাকায় সরবরাহের উদ্দেশ্যে গত ২০১৩-১৪ অর্থবছরে বান্দরবান ও লামা পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ণ কর্মসূচির আওতায় ৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি গ্রহণ করে বান্দরবান জনস্বাস্থ্য প্রকেৌশল অধিদপ্তর। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজটি শেষ না করতে না পারায় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না পেৌরসভার বাসিন্দারা।

গৃহীত প্রকল্পের আওতায় লামা পৌরসভায় প্রতি ঘন্টায় ১০০ ঘনমিটার পানি সরবরারেহর ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার নির্মাণ ও ৪টি প্যাকেজের মাধ্যমে পাইপ লাইন স্থাপন কাজের কার্যাদেশ দেয়। কার্যাদেশ পায় বান্দরবানের মেসার্স রতন সেন তংঞ্চগ্যা নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। পাইপ লাইন স্থাপনের ৪টি প্যাকেজের মধ্যে ৮৮ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে ৩টি প্যাকেজের কাজ শেষ হয়েছে বলে জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ৪২ লক্ষ ৪৯ হাজার টাকার কার্যাদেশ দেওয়া অপর প্যাকেজের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। পানি শোধনাগার নিমার্ণ কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয় ২ কোটি ৪১ লক্ষ ৯১ হাজার টাকার।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রতন সেন তংঞ্চগ্যার প্রতিনিধি ফরিদ নিজাম উদ্দিন জানান, প্রয়োজনীয় অর্থের অভাবে পানি শোধনাগার প্রকল্পের মেকানিক্যাল, মেশিনারিজ ও ইলেকট্রিক্যাল কাজই এখনো শুরু করা যায়নি।

জানা যায়, ৬ কোটি টাকার প্রাক্কলন ব্যয়ে গৃহীত প্রকল্পটি পুন:বিবেচনা করে ৭ কোটি ৮৭ লক্ষ টাকায় উন্নীত করা হয়। কিন্তু পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের লামা পৌরসভা অংশে এই প্রকল্পে প্রায় ৪ কোটি টাকা খরচ হয়ে গেছে।

এবিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: মুজিবুর রহমান জানিয়েছেন, শোধনাগারের নির্মাণ কাজ শেষ করতে গিয়ে সিডিউলের বাইরে অনেক কাজ সামনে এসে যায়। এসব কাজ করতে বাড়তি টাকা দরকার। আর এসব কাজে ব্যয় বেড়ে গেছে। যার পরিমাণ অন্তত  ১ কোটি ৮৭ লক্ষ টাকা।  তাছাড়া বিল না পাওয়ায় বাকী কাজ শেষ না করে  প্রকল্পটি হস্তান্তর করা যাচ্ছে না।

লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম জানান, মাতামুহুরি নদী থেকে পানি উত্তোলন করে শোধন করে সরবরাহ করার জন্য এই প্রকল্প গ্রহন করা হয়েছে। বর্তমানে পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ করতে আরো টাকার প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।

জনস্বাস্থ্য বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে নিমার্ণ খরচ বেড়ে গেছে। অতিরিক্ত ব্যয়ের কথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করবে। তখন কাজটিতে গতি ফিরবে- বলেন সোহরাব হোসেন।

 

শেয়ার করুন