বান্দরবানের লামায় রাতের আঁধারে পাচারকালে ৩টি পাথর বোঝাই ট্রাক আটক করেছে সেনাবাহিনী। লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম পিএসসি এর নির্দেশে ইয়াংছা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিঃ ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। বুধবার গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরঘারা বাজার হতে এই পাথর ভর্তি ট্রাকগুলো আটক করা হয়। ট্রাক গুলো বর্তমানে ইয়াংছা আর্মি ক্যাম্পে রাখা হয়েছে।
সূত্র জানায়, পাথর পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযানে নামে ইয়াংছা আর্মি ক্যাম্পের সেনা টিম। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে সাপেরঘারা বাজার এলাকা হতে ট্রাক ৩টি আটক করা হয়।তবে এসময় কাউকে আটক করা যায়নি।
স্থানীয় ইউপি মেম্বার নাছির উদ্দিন বলেন, প্রতি রাতে অন্তত ৫০ থেকে ৭০ ট্রাক পাথর সাপেরঘারা-হারগাজা-ডুলহাজারা সড়ক দিয়ে পাচার হয়। এতে মারাত্নক পরিবেশ বিপর্যয় হচ্ছে।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, কোন ঝিরি ছড়াতে ভাসমান পাথর নেই। প্রভাবশালী সিন্ডিকেট মাটি খুঁড়ে ও পাহাড় কেটে পাথর উত্তোলন করছে। আমাদের কথা কেউই শুনছেন না।
তিন ট্রাক পাথর আটকের সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। আটক ট্রাক ও মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলেও জানান তিনি।