প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম বান্দরবান লামায় ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

লামায় ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

বান্দরবানের লামা উপজেলায় ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সবিহীন দুটি ইটভাটা—এলাহি ব্রিকসসেভেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং গুড়িয়ে দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

এর আগে, পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতির কারণে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে আহ্বান জানায় এবং হাইকোর্ট ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশে আজ দুইটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।”

তিনি আরও জানান, বাকি চারটি অবৈধ ইটভাটাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “গুড়িয়ে দেওয়া ভাটাগুলোর মালিকরা যদি পুনরায় অবৈধ কার্যক্রম শুরু করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন