লামায় তামাক কোম্পানির অফিসে ডাকাতি: ২১ লাখ টাকা উদ্ধার, আটক ৮

বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস থেকে লুট হওয়া ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) লামা পৌর এলাকায় দুটি স্থানে মাটি খুঁড়ে টাকাগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ১৭ লাখ টাকা পাওয়া যায় ডাকাত দলের এক সদস্যের বাড়ির পাশে এবং আরও এক লাখ টাকা পার্শ্ববর্তী স্থানে।

পুলিশ জানায়, গত ৮ মে রাতে ১৫-২০ জনের একটি ডাকাত দল দপ্তরে হানা দিয়ে প্রায় ১ কোটি ৭৩ লাখ টাকা লুট করে। ঘটনার তদন্তে নেমে এ পর্যন্ত তিন নারীসহ আটজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন চকরিয়া ও লামা এলাকার বাসিন্দারা।

পুলিশের ভাষ্যমতে, এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হচ্ছে করিম নামের এক ডাকাতকে, যিনি দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার পরিবার ও সহযোগীদের দেয়া তথ্যের ভিত্তিতেই টাকা উদ্ধারের অভিযান চালানো হয়।

তদন্ত কর্মকর্তা এনামুল হক ও ওসি তোফাজ্জল হোসেন জানান, এখন পর্যন্ত আটজন গ্রেপ্তার ও ২১ লাখের বেশি টাকা উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও পুরো অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন