সামাজিক সম্মানের ভয়ে নিজ পরিচয়ে সরকারি-বেসরকারি সহায়তা নিতে পারছেন না- এমন নাগরিকদের জন্যে বিশেষ উপহারের ব্যবস্থা করেছে বান্দরবান জেলা পুলিশ। জেলার সাতটি থানা এবং পুলিশ কন্ট্রোল রুমের নাম্বারে ফোন করলে তাদেরকে যাচাই-বাছাই করে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। তাদের কেউ কেউ সামাজিক সম্মানের ভয়ে সরকারি-বেসরকারি সাহায্যও নিতে পারছেন না। আমরা তাদের জন্যে গোপনে এই উপহার দেবার ব্যবস্থা করেছি।
আমাদের দেয়া নাম্বারগুলোতে ফোনে যোগাযোগ করে থানায় আসলে তাদের পেশা এবং অভাবের প্রকৃতি যাচাই-বাছাই করে সহায়তা দেয়া হবে। খাদ্য ও নিত্যপণ্যগুলো এমনভাবে দেয়া হবে, যাতে তাদের পরিবারের লোকেরাও বুঝতে পারবেন না এগুলো কারো পক্ষ থেকে দেয়া হয়েছে।
এর মধ্যে অনেকে গণহারে সাহায্য দেয়া হচ্ছে মনে করে থানায় চলে এসেছেন। তাদের কাউকে কাউকে আমরা ফিরিয়েও দিয়েছি। কারণ, যারা সাধারণতঃ লাইনে দাঁড়িয়ে ত্রাণ সংগ্রহ করতে পারেন, বা সাহায্য-সহায়তা নিতে যাদের সামাজিক সমস্যা নেই, তারা ইতোমধ্যে অনেকের সাহায্য পাচ্ছেন। আমরা শুধু তাদের জন্যই ব্যবস্থা করেছি, যারা আত্মসম্মানের ভয়ে অভাবের কথা কাউকে বলতে পারছেন না। এসব কর্মকান্ডে আমরা কোনো ছবি তুলছি না, উপহার গ্রহীতাদের পরিচয়ও প্রকাশ করছি না।