করোনাভাইরাসের সংক্রমণের কারণে ঘরে নামাজ পড়তে বাংলাদেশ সরকারের অনুরোধ এবং লকডাউনের পরিস্থিতি সত্ত্বেও শুক্রবার ঢাকাসহ সারাদেশে মসজিদগুলোতে জুমার নামাজে ছিল মুসল্লীদের ভিড়। আলেম ওলামাদের অনেকে বলছেন, মসজিদগুলো সাধারণ মুসল্লীদের ঘরে নামাজ পড়ার পরামর্শ দিচ্ছে, কিন্তু তারা মসজিদে এসে নামাজ পড়া বন্ধ করতে চাইছেন না।
সরকার বলছে, মসজিদে আপাতত নামাজ বন্ধ রাখার ব্যাপারে আলেমদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকায় আলোচনা চালানো হচ্ছে। দেশে অফিস আদালত এবং পরিবহনসহ সব কিছু বন্ধ করে দিয়ে মানুষকে ঘরে রাখতে সরকার বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী নামিয়েছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে এবং প্রধানমন্ত্রীও করোনাভাইরাস নিয়ে এখনকার পরিস্থিতিতে ঘরেই নামাজ পড়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু এরপরও শুক্রবার সারাদেশে মসজিদগুলোতে জুম্মার নামাজে অনেক মানুষের অংশগ্রহণ ছিল।
ঢাকার লালমাটিয়া এলাকায় একটি মসজিদে নামাজে অংশ নেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মাহবুবুল আলম। তিনি বলছিলেন, “বিশ্বব্যাপীই সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে প্রচারণা চলছে। কিন্তু একটা বিশ্বাস থেকে আমার কাছে মনে হয় যে, মসজিদে গেলে আমার কিছু হবে না। এটাই আমার বিশ্বাস।মসজিদে গিয়েই আমি নামাজ পড়ি। জুম্মা তো অবশ্যই। আমি গত জুম্মাতে গিয়েছি। আজকেও আমি মসজিদে গিয়ে নামাজ পড়েছি।”