লকডাউনের দুই দিনের মাথায় কারখানা চালু: কী বলছে লুম্বিনী

বান্দরবানে লকডাউনের দুই দিনের মাথায় গার্মেন্টস কারখানা ফের চালু করা নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে কারখানাটি কেন চালু করা হলো তা জানিয়ে বিবৃতি দিয়েছে লুম্বিনী গার্মেন্টস।

বিবৃতি:

‘গত ২৬ ২০২০ বিভিন্ন পত্রিকায় লুম্বিনী লিমিটেড কারখানায় এক কর্মচারীর করোনা শনাক্ত নিয়ে যে রিপোর্ট ছাপা হয় তাহা সম্পূর্ণরূপে সত্য নহে।

আক্রান্ত শ্রমিকটি সর্বশেষ আমাদের কারখানায় গত ৫ ই এপ্রিল ২০২০ এ কাজ করে এবং কারখানা গত ২৬ এপ্রিল ২০২০ এ খোলার পর থেকে অদ্যাবধি সে কাজে যোগদান করেনি।

গত ২৬ মে ২০২০ রাতে আমরা তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর পাই এবং সাথে সাথে প্রশাসনকে জানানো হয়। বর্তমানে সে হাসপাতলে আইসোলেশনে আছে।

সকলকে আতঙ্কিত না হয়ে, সরকার কর্তৃক নির্দেশিত সুরক্ষা বিধিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।’

প্রসঙ্গত, গত সোমবার লুম্বিনী লিমিটেডের এক শ্রমিকের করোনা সনাক্ত হওয়ার পর সেদিন থেকেই কারখানাটি লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। কারখানার ৫৪১ শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকারও নির্দেশ দেয়া হয়। এ ঘটনার দুই দিনের মাথায় কারখানাটি আবার চালু করা হলো।

শেয়ার করুন