
মিঠুন দাশ, বান্দরবান ॥ বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে দুর্গম পাহাড়ে বসবাসরত পাইক্ষ্যং পাড়া এলাকায় দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী মেহ্লাপ্রু মার্মা। রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মিনী মেহ্লাপ্রু মার্মা।
বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, উইমেন চেম্বারের নেত্রী লালছানি লুসাই, রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, জেলা মহিলা লীগের সহ-সভাপতি এমেচিং মার্মা, উমেনু মার্মা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ফারুক আহম্মেদ ফাহিম, রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, সহ সভাপতি চহাইমং মারমা, শিশির তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ধীরেন ত্রিপুরা, মংখিংসাই মারমাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মিসেস মেহ্লাপ্রু মারমা ১ হাজার ১২০ জন দুঃস্থ ব্যক্তিকে শীতবস্ত্র প্রদান করেন।











