ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের রাজধানী ঢাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সময়ে সর্বোচ্চ ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দিনাজপুর জেলায়।
এর পরবর্তী ৭২ ঘণ্টা দেশজুড়েই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার মধ্যরাতের পর রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়া আঘাত হানে। ভোরে দ্বিতীয় দফায় প্রবল বেগে বাতাস বয়ে যায়। রাত থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হয়েছে।
ঝড়ের আঘাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সাথে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।