রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম নাদিম বাহাদুর (৩৮)।
র্যাবের দাবি, নিহত নাদিম বাহাদুর তালিকাভুক্ত মাদকবিক্রেতা। তিনি ৯ মামলার আসামি ছিলেন।
বুধবার ভোরে হাজারীবাগ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, গোপন খবর পেয়ে ভোরে হাজারীবাগ এলাকায় র্যাবের টহল দল যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে মাদকবিক্রেতা নাদিমসহ তার সহযোগীরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে নাদিম বাহাদুরের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। নিহত নাদিম তালিকাভুক্ত মাদকবিক্রেতা। তার নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
 
             
		