রাজধানী ঢাকায় একই রেজিষ্ট্রেশন নাম্বারের দু’টি একই মডেলের গাড়ি পাশাপাশি চলার একটি ছবি চাঞ্চল্য সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ছবিতে টয়োটা ব্র্যান্ডের দু’টি প্রাইভেট কারের নাম্বার ঢাকা মেট্রো-গ- ৪২-৪৬১৮। গাড়ি দু’টি ঢাকার রাস্তায় পাশাপাশি চলছে।
ছবিটি শেয়ার হবার পর কেউ বলছেন ঢাকায় নাম্বার ক্লোন করা এমন গাড়ি অনেক থাকতে পারে। কেউ বলছেন ছবিটি এডিটিং করে বানানো। কেউ আবার বলছেন যদি সত্যিই এমন ক্লোন নাম্বার ব্যবহার হয়ে থাকে তাহলে একটি গাড়ির মালিক কোনো অপরাধ করলে অন্য গাড়ির মালিক তাতে ফেঁসে যাবার সম্ভাবনা রয়েছে।
কেউ আবার বিআরটিএ’র দিকে ইঙ্গিত করে বলছেন, টাকা দিলে এমন নাম্বার একটি-দু’টি নয়, ডজন ডজন পাওয়া সম্ভব।
তবে, ছবিটি কে-কখন-কোথা থেকে তুলেছেন সে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।