রাঙামাটি থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই পাচার করা হচ্ছে মূল্যবান গাছ ও চেরাই করা কাঠ। চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে বিক্রয় নিষিদ্ধ নানা প্রজাতির গাছ পাচার করে নিয়ে যাচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়।
২৬ নভেম্বর বৃহষ্পতিবার ভোরে এমনই অভিনব কায়দায় কাঠ পাচারের সময় মানিকছড়ি চেকপোস্টে একটি তেলবাহী ট্যাংকার আটক করেন যৌথবাহিনীর সদস্যরা। এ সময় গাড়িসহ চালক আব্দুর শুক্কুরকে আটক করা হয়।
বন বিভাগ জানায়, তেলের গাড়িতে বিক্রয় নিষিদ্ধ গোদা ও চাপালিশসহ বিভিন্ন প্রজাতির চেরাইকৃত কাঠ বোঝাই করে রাঙামাটি থেকে পাচারকালে মানিকছড়ি চেকপোষ্ট পার হওয়ার সময় সেটিকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় গাড়িটির ভেতরে বিশেষভাবে মজুদ করে রাখা ৩শ’ ঘনফুট চেরাই কাঠ উদ্ধার করে। এসব কাঠের বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ জানান, বৃহস্পতিবার ভোরে তেলবাহী লরিটিতে করে মূল্যবান গোদা ও চাপালিশ কাঠ পাচার করা হচ্ছিল। মানিকছড়ি চেকপোস্টে তল্লাশির সময় লরির পেছনের ঢাকনা খুলে ৩০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। ওই সময় লরিচালককে আটক করা হয়।
এদিকে আটককৃত চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে এই ধরনের তেলের লরির মাধ্যমে এর আগেও একাধিকবার কাঠ পাচার করেছে সিন্ডিকেট চক্র। শহরের আসামবস্তি এলাকা থেকে এই কাঠ গাড়িতে লোড করে পাচার করা হচ্ছে প্রতিনিয়ত।