রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের আক্রমণে এক সেনাসদস্য নিহত হবার ঘটনায় বান্দরবানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
সোমবার বিকেলে বান্দরবান প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ি সন্ত্রাসীরা পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য পষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা পাহাড়ের পরিবেশকে অশান্ত করতে একের পর এক হত্যাকান্ড ঘটাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তায় সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর কারণে তারা এখানে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে পারছে না। তাই তারা এখন সেনাবাহিনীকেও হত্যা করছে। তাদের ‘জুম্ম ল্যান্ড’ কায়েম করার স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না। অবিলম্বে পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিও জানান তারা।
প্রসঙ্গত, রোববার সকালে রাঙ্গামাটির রাজস্থলী এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর অতর্কিত হামলায় মোঃ নাসিম নামের এক সেনাসদস্য নিহত হন।