বান্দরবান পার্বত্য জেলার ৭ টি উপজেলার ৩৩ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা উসিং হাই রবিন বাহাদুর।
সোমবার থানচির বিভিন্ন প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয় বলে জানান জেলা ছাত্রলীগ নেতা আশীষ বড়ুয়া।
এ সময় এই কার্যক্রমে জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারন সম্পাদক জনি সুশীল, সহ সভাপতি অাশীষ বড়ুয়া, পৌর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক উৎসব ঘোষ রাহুল, ছাত্রনেতা পুলু মারমা, ছাত্রনেতা নুটিং মার্মা, ক্য ক্য সিং লুবু মারমা, যুবনেতা বাবলু সহ অনেকই সহযোগিতায় ছিলেন
কার্যক্রমের মধ্যে স্কুল ব্যাগ, বই-খাতা, কলম, পেন্সিলসহ অন্তত ৩৩ হাজার শিক্ষা সামগ্রী বিতরণ এবং অবকাঠামো উন্নয়ণে অর্থনেতকি সহযোগিতা ছিলো উল্লেখযোগ্য। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদেরও অর্থনৈতিক সহযোগিতা করা হয় বলে জানান ছাত্র নেতা আশীষ বড়ুয়া।
বিগত ২০১৬ সাল থেকে প্রায় তিন বছর ব্যাপী বিভিন্ন ধাপে এসব সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলগের এই উদীয়মান নেতা।
রবিন বলেন, শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আগামিতেও জেলা ছাত্রলীগের নেতাকর্মীও এলাকাবাসীর সহযোগিতা পেলে এ ধারা অব্যাহত থাকবে। আমি চাই পাহাড়ের প্রতিটি পিছিয়ে পড়া ছেলেমেয়ে পড়ালেখা শিখে মানুষ হোক।
এদিকে পার্বত্য প্রতিমন্ত্রীর সন্তান হিসেবে রবিন বাহাদুরের এ ধরনের সামাজিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।