অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত ফোন বা স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। পুরো চার্জ দিলেও তা একদিন পর্যন্ত টিকে না। কি কারণ তা অনেকেই খুঁজে পান না। যদিও মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের কারণে এমনটি হয়ে থাকে বলে মনে করা হয়।
কারণ ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারেন এখন অনেকেই। ফলে চার্জ দ্রুত ফুরানোটাই স্বাভাবিক।
বিশেষজ্ঞরাও এমন মত দিয়েছেন। তাদের মত,স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ফোনে যেসব অ্যাপ সব চেয়ে বেশি ব্যবহার করেন তা-ই মূলত স্মার্টফোনের ব্যাটারির চার্জ বেশি খরচ করে। জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক নাকি অ্যান্ড্রয়েড ফোনের চার্জ সব থেকে দ্রুত শেষ করে দেয়।