যাত্রা শুরু করলো স্বপ্নের বান্দরবান বিশ্ববিদ্যালয়

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ছবি- খোলা চোখ ডটকম।

যাত্রা শুরু করেছে বহুল প্রতীক্ষিত বান্দরবান বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ট্রাফিক মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে শোভাযাত্রাটি বাস স্টেশনের হিলভিউ কনভেশন সেন্টারে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশেসিং।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এ.এইচ.এম জেহাদুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু চাকমা, বান্দরবান বিশ্বিবিদ্যালয়ের চেয়ারম্যান ড. নসরুল উল্লাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমদসহ বিশিষ্টজনেরা। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়াম্যান ক্য শৈ হ্লা মারমা।

বিশ্ববিদ্যালয়ের ফলক উম্মোচন করেন পার্ব্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ছবি- খোলা চোখ ডটকম।

আলোচনা সভায় মন্ত্রী বীর বাহাদুর বলেন, বান্দরবান বিশ্ববিদ্যালয় শুধু সার্টিফিকেট সর্বস্ব কোন প্রতিষ্ঠান হবে না। দেশে যে কয়টি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার একটি হবে এই বান্দরবান বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট সবাই আন্তরিক হলে প্রতিষ্ঠানটি সফল হবে

গত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদনে এই বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান ও বিবিএসহ ৫টি বিভাগ রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

শেয়ার করুন