মোবাইল ফোন কল ও ইন্টারনেট সেবায় আবারো বাড়ছে খরচ!

মোবাইল ফোনে কথা বলছেন এক মধ্যবয়সী পুরুষ। প্রতীকি ছবি

মোবাইল ফোন সেবার ওপর বছর বছর কর বাড়িয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এখন মোবাইল ফোনে ১০০ টাকা রিচার্জ করলে, ২৮ টাকা নিয়ে যায় জাতীয় রাজস্ব বোর্ড। মোবাইল অপারেটরদের আয় থেকে ৫৪ পারসেন্টেরও বেশি কর ও ফি চলে যায় সরকারের কোষাগারে।

সম্প্রতি শোনা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার মোবাইল ফোন সেবায় নতুন করে ৩ পারসেন্ট সম্পূরক শুল্ক আরোপের চিন্তা করছে। এতে করে প্রতি ১০০ টাকার রিচার্জে কর বাবদ গ্রাহককে দিতে হবে প্রায় ৩০ টাকা।

আওয়ামী লীগ সরকার চলতি বাজেটে মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ পারসেন্ট বাড়িয়ে ২০ পারসেন্ট করেছিল। ফলে এখন সম্পূরক শুল্ক, মূসক এবং সারচার্জ মিলিয়ে মোট করভার দাঁড়িয়েছে ৩৯ পারসেন্ট।

এই কর বৃদ্ধি গ্রামের দরিদ্র মানুষদের জন্য আরও বোঝা হয়ে দাঁড়িয়েছে, যেখানে শহরের ধনী মানুষ ইন্টারনেট অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে খরচ বাঁচাতে পারেন।

মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে গ্রামে মাত্র ২৬ পারসেন্ট মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। বাকিরা এখনও ফিচার ফোনের ওপর নির্ভরশীল।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের নীতি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, কর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হবে। পাশাপাশি মোবাইল ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে।

শেয়ার করুন