মেলায় এসেছে রওনক জাহান-এর কবিতার বই ‘আমি দূরবীন হাতে তোমারে ছুঁই’। ‘প্রাপ্তি-অপ্রাপ্তির ঘেরাটোপে, শৃঙ্খলিত জীবনের বাঁকে বাঁকে, জমে যাওয়া সুখ, দু:খ, আঘাত, অভিমান, জমে যাওয়া সমুদ্রসম অশ্রুর কলতান, শান্তির আশ্রয় খোঁজে কবিতার চরণে চরণে। মুখরিত হোক গন্তব্যহীন জীবনচলা, মুখরিত হোক কবিতার পথচলা’- এমনটাই বলা হয়েছে বইয়ের ফ্ল্যাপে।
রওনক জাহানের জন্ম ১৯৭৭ সালের ৪ অক্টোবর। কুমিল্লায় আদি বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। দীর্ঘ বাইশ বছর যাবত জাপানে বসবাসরত। JBCC নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার। ২০১৬ সালের শেষদিক থেকে লেখালিখি শুরু করেছেন। বিভিন্ন অনলাইন মিডিয়ায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ‘আমি দুরবীন হাতে তোমারে ছুঁই’ তাঁর প্রথম কবিতার বই। লেখালিখির পাশাপাশি তিনি একজন কন্ঠ ও চিত্রশিল্পী।
বইটি প্রকাশ করেছে বইপত্র প্রকাশন। পাওয়া যাচ্ছে ৩৭৬ ও ৩৭৭ নম্বর স্টলে।