অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক আমীন আল রশীদের বই ‘বাংলাদেশের গণমাধ্যম: জনআস্থার দোলাচল’। দেশের গণমাধ্যমের ভেতর-বাহির নিয়ে কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে তিনি সেখানে অবতারনা করেছেন গভীর আলোচনার। এসেছে আত্মসমালোচনাও।
বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার সরল বিশ্লেষণ যেমন এসেছে, তেমনি এসেছে গণমাধ্যম নিয়ে সাধারণ মানুষের বেশ কিছু জিজ্ঞাসার জবাব।
বইটিতে রয়েছে ১৮টি নিবন্ধ। এর মধ্যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, ব্রেকিং নিউজ ও টেলিভিশনের টকশো নিয়ে বিতর্ক, টেলিভিশনের ভাষা, আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় গোপন বৈঠক, গোপন সংবাদ ও জিহাদি বইয়ের ব্যাখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রকাশ্যে চুম্বন ও অন্যান্য তর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও গণমাধ্যমের বিপত্তি, সাংবাদিক নির্যাতন, স্থানীয় সাংবাদিকতার চ্যালেঞ্জ, উন্নয়ন সাংবাদিকতার ডায়ালেকটিক এবং পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পরে তৎকালীন রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্রের ভূমিকা নিয়েও গভীর বিশ্লেষণ রয়েছে।
বইটি প্রকাশ করেছে ’ঐতিহ্য’। দাম ১৮০টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার ৬ নম্বর প্যাভিলিয়নে।












