মিয়ানমারে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ জুনুনীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নাইক্ষ্যংছড়ি থানায় দায়েরকৃত হত্যা ও হত্যা চেষ্টার মামলায় সোমবার তাকে আদালতে হাজির করা হলে, পৃথকভাবে দায়রা জজ অরুণ পাল ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসাইন জামিন নামঞ্জুর করেন।
আদালত পুলিশের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২২ সালে দায়ের হওয়া দুটি মামলায় আতাউল্লাহ প্রধান আসামি ছিলেন।
আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় আতাউল্লাহ রোহিঙ্গা ভাষায় সাংবাদিকদের বলেন, “রোহিঙ্গারা ইনশাল্লাহ আরাকানে জমি পাবে। ড. ইউনুস সাহেব আমাদের জন্য যা করছেন, তার জন্য বাংলাদেশবাসীকে শুকরিয়া।”
গত ১৭ মার্চ নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।