মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

মুহাম্মদ জাহাঙ্গীর। ফাইল ফটো

বাংলাদেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছোট ভাই।

দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে মুহাম্মদ জাহাঙ্গীর নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন থেকে এই সাংবাদিক মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যানসার)-এ আক্রান্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

মুহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর বলেন, বাবার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। উনার মরদেহ রাজধানীর শান্তি নগরের কুলসুম টাওয়ারের বাসায় নেওয়া হবে। দাফন ও জানাজার বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত হন।

মুহাম্মদ জাহাঙ্গীর ২৫টি বইয়ের রচয়িতা। এগুলোর বেশিরভাগই সাংবাদিকতা নির্ভর। তিনি সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিনিউকেশনের নির্বাহী পরিচালক ছিলেন।

শেয়ার করুন