মানুষ দুর্নীতিবাজদের ভোট দেবে না: দুদক চেয়ারম্যান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীরা হলফনামায় সম্পদের মিথ্যা ও ভুল তথ্য দিলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, এখন আর মানুষ দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। আশা করি, মানুষ দুর্নীতিবাজদের ভোট দেবে না।

আজ মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

বাংলাদেশ এখন উন্নয়নের ধারায় আছে জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, দেশে দুর্নীতি আছে সত্য। তবে দেশের অনেক উন্নতি হয়েছে। মানুষ এখন দুর্নীতিমুক্ত দেশ চায়। এ লক্ষ্যেই কাজ করছে দুদক।

শেয়ার করুন