উসিথোয়াই মারমা, বান্দরবান ॥ সহিংসতা শিকার নারী এবং সমাজে বিভিন্নভাবে হয়রানি হওয়া ভুক্তভোগীদের সহায়তা দানে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মাবাধিকার কর্মী রুহুল আমীন। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান শহরের একটি রেষ্টুরেন্টে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়ক এবং বান্দরবান জেলা কমিটির সভাপতি ডনাইপ্রু নেলী রুহুল আমীনের হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
অনুষ্ঠানে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট বাসিংথোয়াই মারমা, সুয়ালক ইউনিয়নের সাবেক চেয়াম্যান ক্যহ্লাউ চৌধুরী, সংবাদ পাঠক ও সংস্কৃতিকর্মী শিরীন খানম, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন এবং সমাজকর্মী লেলুং খুমী।
বক্তারা বলেন, ঘরে-বাইরে সহিংসতা এবং নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা। এসব ভুক্তভোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করছেন রুহুল আমীন। তাছাড়া প্রভাশালীদের দ্বারা হয়রানি শিকার হওয়া ভুক্তভোগীদেরও সহযোগিতা করে যাচ্ছেন তিনি। এ সম্মাননা তাঁর কাজের যোগ্য স্বীকৃতি।
সম্মাননা পাওয়া প্রসঙ্গে রুহুল আমীন বলেন, তিনি আশির দশকের সময় থেকে মানবাধিকার নিয়ে কাজ করছেন। এক সময় সাংবাদিকতাও করতেন। সেই সময়ে অশান্ত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ঘটনা তাঁকে নাড়া দিত। এসব কারণে তিনি মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যোগ দেন।
সহিংসতা-নির্যাতন এবং হয়রানির শিকার মানুষদের অধিকারের জন্য কাজ করতে গিয়ে প্রভাবশালীদের চক্ষুশুল হতে হয়েছে বলে জানান তিনি। ভূমিদস্যুদের দ্বারা পারিবারিকভাবেও অনেক ক্ষতিগ্রহস্ত হয়েছেন। তবে কোনদিনই দমে যাননি। যে কোন মূল্যে আজীবন মানবসেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন রুহুল আমীন।