পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং। আগামীকাল শপথগ্রহণের প্রস্তুতি নেবার জন্যে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এমনই বার্তা এসেছে। বান্দরবান জেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
একাদশ সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসন থেকে টানা ছয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। নিজের এলাকায় জনপ্রিয়তা, দলের হাইকমান্ডে গ্রহণযোগ্যতাসহ বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গুডবুকে’ তাঁর স্থান দীর্ঘদিনের। এর আগের মেয়াদে পাঁচ বছর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালে গঠিতব্য নতুন মন্ত্রপরিষদে পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বীর বাহাদুর।