মগ বাহিনীর কর্মকান্ডে সাধারণ মানুষ আতঙ্কিত: ক্য শৈ হ্লা

kyawshwehla
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

মগ বাহিনীর কর্মকান্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের চাঁদাবাজিতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এরা মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জেলা শহরের একটি সরকারি বিদ্যালয়ে এ রকম সন্ত্রাসী দলের অবস্থান নেয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন।

২০ সেপ্টেম্বর মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।

তিনি আরো বলেন, মগ বাহিনীর ব্যাপারে জেএসএস-এর মিথ্যাচারে আমি ও আমার দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জেলা শহরে সন্ত্রাসীদের আনাগোনার বিষয়ে তিনি বলেন, এখন এই যদি বান্দরবান শহরের নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখা না হয়, তাহলে আগামী দিনের নিরাপত্তা কি হবে? সাধারণ মানুষ কোথায় যাবে?

সংবাদ সন্মেলনে বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিংম্যাইয়ী মারমা বলেন, সন্ত্রাসী দলে প্রায় ২০ থেকে ২৫ জন ছিলো। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র দেখা গেছে। শহরের একটি বিদ্যালয়ে সন্ত্রাসীদের অবস্থান দেখে আমরা খুবই আতঙ্কিত।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে বান্দরবান ২০/২৫ জনের একটি সন্ত্রাসীদল শহরের উজানী পাড়াস্থ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। তারা রাতে সেখান থেকে চলে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন