ভেঙ্গে দুই ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ: নতুন সংগঠনের আত্মপ্রকাশ

নতুন সংগঠনের কর্মসূচির প্রতিবাদে খাগড়াছড়ি শহরে লাঠি মিছিল বের করেন ইউপিডিএফ-এর সমর্থকরা

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ ভেঙ্গে দুই ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের প্রায় ১৯ বছর বয়সী রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ। নতুন সংগঠনের নাম ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’। ১৫ নভেম্বর বুধবার খাগড়াছড়ি শহরের খাগড়াপুরে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ও জনসংহতি সমিতির সংস্কারপন্থী অংশের কিছু নেতাকর্মী এই দলটি গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকা থেকে লাঠি মিছিল করেছে ইউপিডিএফ সমর্থিত পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরামসহ অঙ্গ সংগঠনগুলোর খাগড়াছড়ি জেলা শাখার নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় লাঠি মিছিলটি স্বানির্ভর এলাকা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে এসে অবস্থান নেয়। সেখানে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপুল চাকমা।

এর আগে স্বনির্ভর বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এতে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, ইউপিডিএফের নেতা মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদিকা রেশমী মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সম্পাদিকা কাজলী ত্রিপুরা প্রমূখ।

শেয়ার করুন