উপসর্গ কাটিয়ে সেরে উঠছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ভালো আছেন। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। করোনার উপসর্গ জ্বর ও কাশিও অনেকটা কমে এসেছে।

মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী জানান, সিএমএইচের করোনা ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্ববাবধানে চিকিৎসা নিচ্ছেন মন্ত্রী। এই মুহূর্তে তাঁর নতুন করে অন্য কোন শারীরিক জটিলতা নেই। সব কিছুই নিয়ম মোতাবেক চলছে। তিনি চিকিৎসকের গাইডলাইন অনুস্মরণ করছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালেই থাকতে হবে।

করোনা আক্রান্ত হলেও মন্ত্রী মানসিকভাবে শক্ত আছেন, জানান সাদেক হোসেন চৌধুরী।

গত ৬ জুন করোনা সনাক্ত হলে ৭ জুন সকালে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ র্ভতি করানো হয়।

তাঁর সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন