ভারতের আপত্তি না শুনে গিলগিট বালটিস্তানে পাকিস্তানের বাঁধ নির্মাণ

বাঁধের উদ্বোধন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: বিবিসি

পাকিস্তান শাসিত কাশ্মীরের গিলগিট বালটিস্তানে ইসলামাবাদ সরকার একটি মেগা জলবিদ্যুত্ ও জলাধার প্রকল্পের উদ্বোধন করেছে। বাঁধটির নাম দিয়ামির-ভাশা। কিন্তু বাঁধটির ব্যাপারে ভারত তীব্র আপত্তি জানিয়েছে।

পাকিস্তান বলছে, সেদেশে বিদ্যুত্ উত্পাদনের জন্য এই বাঁধ অপরিহার্য। এদিকে সিন্ধু নদীর ওপর তৈরি হতে যাওয়া ঐ বাঁধটির কারণে কাশ্মীর ও লাদাখের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে ভারত আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে।

গত বুধবার গিলগিট বালটিস্তানের চিলাস শহরে গিয়ে এই প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেন, এটা খুবই আক্ষেপের যে ৪০ বছর আগে সিদ্ধান্ত হলেও আজ পর্যন্ত আমরা দিয়ামির-ভাশা ড্যামের নির্মাণ শুরু করতে পারিনি!

ভারত বলছে, প্রথমত : তারা গিলগিট বালটিস্তানকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। দ্বিতীয়ত : এই বাঁধের কারণে কাশ্মীর ও লাদাখ ভেসে যেতে পারে বলে।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, আমরা পাকিস্তান সরকারের কাছে এই নির্মাণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। এই ড্যামের কারণে ভারতের জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যাবে। তাছাড়া ভারতের যেসব এলাকা পাকিস্তান অবৈধভাবে অধিকার করে রেখেছে, সেখানে তাদের এই ধরনের কোনো প্রকল্প তৈরির এখতিয়ার নেই। সিন্ধু নদীর ক্ষেত্রে ভারত হল উজানের দেশ, আর গিলগিট বালটিস্তান ভাটিতে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, চীনের অর্থায়নে পাকিস্তান এই প্রকল্প নিয়ে অগ্রসর হলে ভারত পাকিস্তানের সঙ্গে ৭০ বছরের পুরোনো সিন্ধু জলচুক্তি থেকেও সরে আসতে পারে।

বিবিসি।

শেয়ার করুন