প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম বান্দরবান ভলান্টিয়ার ফর সাসটেইনেবল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন বান্দরবানের আলিফ

ভলান্টিয়ার ফর সাসটেইনেবল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন বান্দরবানের আলিফ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহ্ বিনতে সিরাজ-এর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন আলিফ সাঈদ ফাতিক।

বান্দরবানের তরুণ সংগঠক ও স্বেচ্ছাসেবক আলিফ সাঈদ ফাতিক অর্জন করেছেন ভলান্টিয়ারস ফর সাসটেইনেবল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৫। টেকসই পর্যটন খাতে তার বিশেষ অবদানকে সম্মান জানিয়ে এই পুরস্কার প্রদান করা হয়।

২৭ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের পরিচালক সালেহ্ বিনতে সিরাজ আনুষ্ঠানিকভাবে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

দেশের ৬৪ জেলার আবেদন ও কার্যক্রম যাচাইয়ের পর বিচারক মণ্ডলী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ১০ জন স্বেচ্ছাসেবককে এই সম্মাননায় ভূষিত করে। নির্বাচিতদের মধ্যে একজন হলেন আলিফ সাঈদ ফাতিক। পুরস্কারপ্রাপ্তদের নগদ অর্থ ও সার্টিফিকেটও প্রদান করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আলিফ ২০২৩ সালে বান্দরবানে বোর্ডের উদ্যোগে আয়োজিত ভলান্টিয়ারস ফর সাসটেইনেবল ট্যুরিজম কার্যক্রমে যুক্ত হন। তখন থেকেই তিনি পার্বত্য এলাকার পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠী ও বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি গবেষণার মাধ্যমে নীতি নির্ধারণ ও উন্নয়ন কার্যক্রমেও অবদান রাখছেন।

বান্দরবান সদরের বনরূপা পাড়ায় বেড়ে ওঠা আলিফ সাঈদ ফাতিক ২০২২ সাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সক্রিয় আছেন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি সমাজ ও দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।

শেয়ার করুন