ব্রেইন ক্যান্সারে আক্রান্ত শিশু সজীবকে বাঁচাতে মাঠে নেমেছে বান্দরবানের সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন। তার চিকিৎসার জন্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হচ্ছে আর্থিক অনুদান। সংগঠনটির উদ্যোক্তারা জানান, এর মধ্যে সংগৃহীত নগদ ৫০ হাজার ৫০০ টাকা তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।
সংগঠনটির আহবায়ক মোঃ আমজাদ হোসেন এবং সদস্য সচিব মোঃ আবদুল্লাহ আল নোমান জানান, বান্দরবান পৌর এলাকার আর্মি পাড়া এলাকার বাসিন্দা সজীবের ব্রেইন ক্যান্সার ধরা পড়েছে। তার চিকিৎসার জন্যে প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। দিনমজুর বাবা আবুল হোসেনের পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব। তাই তাঁরা সজীবের চিকিৎসার জন্যে সাধারণ মানুষের সহায়তা আদায়ে মাঠে নেমেছেন।
সংগৃহীত অর্থ সজীবের বাবার হাতে তুলে দেবার সময় গতকাল বান্দরবান সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কার্যালয়ে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর। এ সময় সংগঠনের সদস্য সেলিম, ইসমাইল, আজিজ, মতিন, শাহীন, রাসেল ও তৌহিদ উপস্থিত ছিলেন।