ব্রাহ্মনবাড়িয়া ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া জেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৪ জন। আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। বৃহষ্পতিবার মধ্যরাত এবং শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নামক জায়গায় দুর্ঘটনাটিতে ৮ জন মারা যান।

নবীগঞ্জের শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক জানান, নারায়নগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ ও একজন নারী যাত্রী মারা যান।

এতে চালকসহ আরো ৬ জন আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্য ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগরে যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়। এতে ৬ জন মারা যান। আহত হন আরো ৪ জন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভাটি কালীসীমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ প্রেমধন মজুমদার জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোটিতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও ৪ জন।

শেয়ার করুন