ফাল্গুনের আবহে ভালোবাসা দিবস নিয়ে দেশের অনেক মানুষ যখন আনন্দ-আয়োজনে ব্যস্ত, তখন মৃত্যু এসে হানা দিলো কিছু মানুষের দুয়ারে। রাঙামাটির কাপ্তাই লেকে দু’টি পৃথক নৌকাডুবির ঘটনায় মারা গেলেন ৬ জন। নিখোঁজ রয়েছেন আরো ২ জন।
শুক্রবার সকালে রাঙামাটি জেলা শহরের ডিসি বাংলো এলাকা থেকে কাপ্তাই হ্রদ দিয়ে সুবলং যাবার পথে নৌকা ডুবিতে পাঁচ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন রিনা (৩২), শিলা আক্তার (২৭), আফরোজা (১৪), আসমা (২২)। অন্য একজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, শুক্রবার বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রাঙামাটিতে বেড়াতে আসেন তারা। এরা সবাই চট্টগ্রামের প্যাসিফিক গার্মেন্টেসের শ্রমিক ও তাদের পরিবারের সদস্য।
একটি নৌকায় ৩০ জন এবং অন্য নৌকায় ২০ জন যাত্রী নিয়ে তারা সুবলংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে এক নৌকা থেকে অন্য নৌকায় একজন কামরাঙ্গা ছুঁড়ে দিতে চাইলে সেটি ধরতে অনেকেই নৌকার এক পাশে চলে যান। এতে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। যাত্রীদের কেউ কেউ সাঁতরে তীরে যেতে পারলেও শিশুসহ ৫ জন মারা যান।
অন্য ঘটনায় চট্টগ্রাম নন্দনকানন রাধামাধব মন্দির থেকে ইসকনের ১২৭ জন সদস্য কাপ্তাই উপজেলার শিলছড়ি সংলগ্ন কর্নফুলী নদীতে যান।
সেখানে নৌকা ডুবে গেলে দেবলিনা দে (১০) নামের এক শিশু মারা যায়। টুম্পা মজুমদার ও বিজয় মজুমদার নামে আরো ২ জন নিখোঁজ রয়েছেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।