রফিকুল আলম মামুন, বান্দরবান।। দলের জন্য ক্ষতিকর, এবং বেঈমানরা দলের জন্য আপদ এবং তাদের থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
তিনি বলেন “ অতীতে অনেকে দলের ভেতরে থেকে দলের বিরুদ্ধে কাজ করেছেন। দলকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছেন। তারা কিন্তু কোনসময় সফল হয়নি। আমরা তাদের চিহ্নিত করেছি। আগামি র্নিবাচনে তারা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তাই দলীয় সকল পর্যায়ের নেতা কর্মীদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আগামি র্নিবাচন হবে অনেক চ্যালেঞ্জের”।
সকালে বান্দরবান শহরের অরুন সারকি টাউন হলে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষনে দলীয় নেতাকর্মীদের প্রতি এসব আহবান জানান প্রতিমন্ত্রী।
জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপদেষ্টা কাজল কান্তি দাশ, সহ সভাপতি আবদুর রহিম, এ কে এম জাহাঙ্গীর, সুধাংশু বিমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্য সা প্র, অজিত কান্তি দাশ, মোজাম্মেল হক, প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, শহর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
সভায় ৩৪ টি ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সম্মতিতে বীর বাহাদুর উশৈসিংকে আবারো বান্দরবান আসন থেকে নৌকা প্রতীকে প্রার্থী ঘোষনা করা হয় এবং অাগামি র্নিবাচনে নৌকা প্রতীকের জয়ের ব্যাপারে র্পুণাঙ্গ আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে দলীয় বর্ধিত সভাকে কেন্দ্র করে দিনভর বান্দরবান শহরে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে নানা প্রানচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।