করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ৫০ লাখ মানুষকে ২৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেবে সরকার। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ সহায়তা দেয়া হবে। বৃহষ্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
এ কর্মসূচির আওতায় ভ্যানচালক ও মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিকদের মতো পেশাজীবীরা সরকারি সহায়তা পাবেন। প্রত্যেক পরিবার এককালীন ২ হাজার ৫০০ টাকা করে পাবে।
এ কর্মসূচির আওতায় অর্থ বিতরণ চলবে আসন্ন ঈদুল ফিতরের আগ পর্যন্ত।