রফিকুল আলম মামুন, বান্দরবান।। বান্দরবানের শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় কৃতজ্ঞতাস্বরুপ পাবর্ত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পিকে ’শৈল জ্যোতি’ উপাধিতে ভূষিত করেছে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। বুধবার বিকেলে জেলা সদরের অরুণ সারকী টাউন হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে এ সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সীমা দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আবুল কালাম, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ ও প্রবীণ শিক্ষক বাদশা মিয়া মাষ্টার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, প্রাথমিক শিক্ষা মানুষ গড়ার প্রধান সোপান। প্রাথমিকের শিক্ষকরাই মূলতঃ আলোকিত মানুষ গড়ার কারিগর। ছাত্রছাত্রীদের শিক্ষাদান ছাড়াও প্রাথমিক শিক্ষকরা দেশের উন্নয়নে নানা ভাবে অবদান রেখে চলেছেন। সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে যা যা করার সবই করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। সারা দেশের মতো বান্দরবান জেলার পিছিয়ে পড়া বিদ্যালয়গুলোও আলোর মুখ দেখছে। এ ধারা অব্যাহত রাখলে পাহাড়ের অন্ধকার গহীনে আলো জ্বলবেই। বলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
বীর বাহাদুর আরো বলেন, সারাদেশে প্রাথমিকে বান্দরবানের অবস্থান অতীতে ৬৪তে স্থির থাকলেও এখন তা উন্নীত হয়ে ৩২ এ এসেছে। প্রাথমিকে অসাধারণ সাফল্যের পর এবারে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বান্দরবান এগিয়ে চলেছে তার প্রমান বান্দরবান বিশ্ববিদ্যালয় স্থাপন। বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোপুরি চালু হলে তা পাহাড়ের শিক্ষায় বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।