এবার বীর বাহাদুরের জন্য ভোট চাইলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় বরুন দেওয়ানের নেতৃত্বে এক ঝাঁক সাবেক ফুটবলার।
রবিবার (২৩ ডিসেম্বর) বান্দরবান রাজার মাঠে বান্দরবান সোনালী অতীত ফুটবল দলের সাথে প্রীতি ম্যাচ শেষে উপস্থিত দর্শকদের কাছে ভোট প্রার্থনা করেন সাবেক তারকা ফুটবলার বরুন দেওয়ানের নেতৃত্বে সাবেক ফুটবলাররা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রাঙ্গামাটির পক্ষে বরুন দেওয়ান ও বান্দরবানের পক্ষে বাথুই একটি করে গোল করেন।
বান্দরবান আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান সাংসদ বীর বাহাদুরের সমর্থনে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দুইদিনে এই প্রীতি ম্যাচের আয়োজন করে সাবেক ফুটবলাররা।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বরুন দেওয়ান বলেন, বীর বাহাদুর সজ্জন ব্যক্তি। তিনি ক্রীড়াবিদ। অতীতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। সেই কৃতজ্ঞতা থেকে আমরা রাঙামাটি থেকে খেলোয়াড় সমিতির আমন্ত্রনে বান্দরবান এসে বীরের জন্য ভোট চেয়েছি। কাজটি করতে পেরে আমরা আনন্দিত।
আরেক সাবেক ফুটবলার অসীম বড়ুয়া বলেন, বীর বাহাদুরের নেতেৃত্বে খেলোয়াড়রাও ঐক্যবদ্ধ। তাই আমরা তাঁকে বিজয়ী করতে প্রীতি ম্যাচের আয়োজন করেছি।
নাছির উদ্দীন বলেন, দুই দিন ব্যাপী প্রীতি ম্যাচের মাধ্যমে আমরা বীর বাহাদুরের জন্য ভোট র্প্রাথনা করেছি। আশা করি আগামিতেও তিনি নির্বাচিত হয়ে অতীতের মতো খেলাধুলার উন্নয়নে ভূমিকা রাখবেন।
প্রীতি ম্যাচের আয়োজক কমিটির সদস্য সচিব রফিকুল আলম ও ক্যাচিং বলেন, আমরা প্রীতি ম্যাচের মাধ্যমে সাধারণ ভোটারদের বীর বাহাদুরকে ভোট দেয়ার আহবান জানিয়েছে।
এর আগে গত রবিবার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী ও সহ-সভাপতি দিপ্তী কুমার বড়ুয়া উপস্থিত থেকে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন।