বিশ্ব আদিবাসী দিবসে রাঙামাটিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে ‘সচেতন পার্বত্যবাসী’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। অন্যদিকে ‘আদিবাসী ফোরাম’ পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার উদ্যোগে রাঙামাটি পৌরসভা থেকে র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে আদিবাসী ফোরামের র্যালিটি পৌরসভা প্রাঙ্গণে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রধান অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাকমা রানী ইয়েন ইয়েন, রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙামাটি শাখার সভাপতি শিব মিশ্র প্রসাদ।
সমাবেশে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।
অন্যদিকে সচেতন পার্বত্যবাসী ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ফিরোজা বেগম চিনু।
শিক্ষাবিদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশটিতে তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি জহির আহমদ, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, আসবাবপত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুরসহ বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বাংলাদেশে কোনো আদিবাসী নেই দাবি করে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রতি সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তোলেন।